এস.পি.সেবু, (বিশ্বনাথ) থেকে :
যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সংগঠন “সুরমা সোসাইটি” এর সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলার দরিদ্র মানুষের মাঝে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ বিরতণ করেছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের তত্ত্বাবধানে ক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়ার সঞ্চালনায় সভাপতি মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে এই অর্থ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী।
সাংবাদিক আব্দুল কাইয়ুম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলার ১শত ৩০ জন দরিদ্র পরিবারের মাধে ৩ হাজার ৫শত টাকা করে মোট ৪লক্ষ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নেছার আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাহফুজুর রহমান বাবুল, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সিলেট জেলা বারের এপিপি এডভোকেট খালেদ হোসেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, থানা প্রশাসনের প্রতিনিধি এসআই (নিরস্ত্র) তাজুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, অলংকারী ইউনিয়ন পরিষদের মেম্বার বশির উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার আফিজ আলী, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক শ্রী অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি সেবু, দৈনিক সময়ের চিত্র পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি এস.এ সাজু সহ বিভিন্ন স্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ২য় ধাপে উপস্থিত উপকারভোগীদের নামের তালিকানুপাতে উপস্থাপনা ও অতিথিদের মাধ্যমে নগদ টাকার খাম তুলে দেন সিলেট জেলা বারের আইনজীবী মাস্টার রফিকুল হক জুনেদ, ব্যাংক কর্মকর্তা মুহিন খান।
প্রবাস থেকে দেশের মানুষের উপকারের কথা চিন্তা করে পবিত্র এই মাসে প্রবাসীরা যে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন এজন্য সুরমা সোসাইটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এধরনের কাজ আগামীতে আরো ব্যাপক ভাবে প্রসারীত করতে এই সংগঠনের কর্মকর্তাদের কাছে আহবান জানান অনুষ্ঠানে আগত বক্তারা।