সিলেটে বন্যায় হারিয়ে যাওয়া আশিকুর তিন বছর পর ফিরলেন মায়ের কোলে


সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যার সময় হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন আশিকুর রহমানকে প্রায় তিন বছর পর বান্দরবানে খুঁজে পেয়েছে তাঁর পরিবার। সোমবার (১০ মার্চ) সকালে বান্দরবান শহরের রাজার মাঠ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আশিকুর রহমান সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। একপর্যায়ে তাঁরা ধরে নেন, তিনি হয়তো বন্যার পানিতে ভেসে গেছেন। তবে সম্প্রতি বান্দরবানের এক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিওর মাধ্যমে আশিকুরের অবস্থান নিশ্চিত হয় পরিবার।

কয়েকদিন আগে বান্দরবানের স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর উম্মে হুমায়রা শহরের বালাঘাট এলাকার ৩ নম্বর বাসস্ট্যান্ডের পাশে এক যুবককে ড্রেন থেকে খাবার কুড়িয়ে খেতে দেখেন। শরীরে ময়লা, ক্লান্ত ও অবিন্যস্ত চেহারা—কিন্তু চোখে ছিল হারিয়ে যাওয়ার এক চাপা কষ্ট।

হুমায়রা তাঁর হাতে শুকনো খাবার তুলে দেন এবং কথা বলে জানতে পারেন, যুবকের নাম আশিকুর রহমান, বাড়ি সিলেটে। বিষয়টি জানার পর তিনি আশিকুরকে নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং তা আশিকুরের পরিবারের নজরে আসে।

আশিকুরের মা মরিয়ম বেগম ভিডিওটি দেখেই নিশ্চিত হন, এ তাঁরই হারিয়ে যাওয়া সন্তান। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা বান্দরবানে রওনা দেন।

সোমবার সকালে বান্দরবানে পৌঁছে তাঁরা আশিকুরকে নিজেদের কাছে ফিরে পান। তিন বছর পর ছেলেকে ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মা মরিয়ম বেগম। তিনি বলেন, "তিন বছর ধরে খুঁজেছি, আজ আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দিলেন!"

উম্মে হুমায়রার মানবিক উদ্যোগের কারণেই আশিকুর আজ তাঁর পরিবারের কাছে ফিরতে পেরেছেন। এ সময় বান্দরবানের স্থানীয় সামাজিক সংগঠন ও যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবীনতর পূর্বতন