জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি-সম্পাদকের ঈদ শুভেচ্ছা

জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব’—এর সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক এক প্রেস বিজ্ঞপ্তিতে সকল সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং সম্মানিত জকিগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ সকলের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা বলেন পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক মানুষের জীবনে সুখ আর শান্তির বার্তা। তাই আমরা সকলে মিলে মিশে ঈদ উৎযাপন করবো। ধনী, গরীব ঈদ আনন্দে সকলের সাথে মিলেমিশে সুখ ও দুঃখের ভাগি হবো। আর এই উৎসব ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করতে বিশেষ ভূমিকা পালন করে। সকলে সামাজিক ভেদাবেদ ভুলে সকল মুসলমান আনন্দ ভাগ করে নিবে। ঈদের উৎসব আমেজ কাজে লাগিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সুন্দর সমাজ এবং দেশ গঠনে এক যোগে কাজ করবো।
নবীনতর পূর্বতন