জকিগঞ্জ প্রতিনিধি :: পীরে কামিল হযরত শিঙ্গাইরকুড়ী ছাহেব (রহ.) এর পীর ও মুর্শিদ হযরত শাহসূফী আব্দুন নূর গড়কাপনী (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষে শুক্রবার (১৪ মার্চ) শিঙ্গাইরকুড়ী ছাহেব বাড়িতে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা লুৎফুর রহমান চৌধুরী পীর সাহেব শিঙ্গাইরকুড়ি ও আলোচনা করেন হযরত মাওলানা ওলিউর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ি।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিবপুর কেশবপুর ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকিম, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ।
ইফতার মাহফিলে শিঙ্গাইরকুড়ি পীর ছাহেব (রহ.) এর মুরিদিন মুহিব্বিন ও ভক্তবৃন্দ মাহফিলে অংশগ্রহণ করেন।হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ির দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।