ভারত টস হেরে প্রথমে ব্যাট করতে নামলে, কাইল জেমিনসনের বলে শুভমন গিল (১৫) সাজঘরে ফিরে যান। এরপর হেনরির দারুণ স্পেলে রোহিত শর্মা (২) ও বিরাট কোহলি (১১) দ্রুত আউট হন। বিরাট কোহলি, যিনি পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, এবার গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ৩০ রানে ভারত তাদের তিন প্রধান ব্যাটারকে হারিয়ে শঙ্কায় পড়ে।
তবে ভারতের মিডল অর্ডার থেকে দাঁড়িয়েছেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। দুজন মিলে ৯৮ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। অক্ষর প্যাটেল ৬১ বলে ৪২ রান করে আউট হন। এরপর শ্রেয়াস আইয়ার, কেএল রাহুলের সঙ্গে আরও ৪৪ রান যোগ করেন। আইয়ার দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন, যা ৯৮ বল থেকে আসে। তার ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। রাহুল ২৩ রান করে ফিরে যান, তবে হার্দিক পান্ডিয়া শেষদিকে ৪৫ বলে ৪৫ রান করে ভারতের সংগ্রহে অবদান রাখেন। হার্দিকের ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা।
নিউজিল্যান্ডের বোলিংয়ে সেরা পারফরম্যান্স ছিল ম্যাট হেনরির। তিনি ৮ ওভারে ৪৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং অর্ডারে ভাঙন ধরান। কিউইদের অন্য বোলাররা, যেমন কাইল জেমিনসন, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র ও ওরর্কি একটি করে উইকেট নেন।
শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪৯ রান। এই সংগ্রহের মধ্য দিয়ে ভারত নিউজিল্যান্ডের সামনে একটি চ্যালেঞ্জিং টার্গেট রেখেছে। এই ম্যাচের ফলাফল সেমিফাইনাল চলাকালীন ভারতের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।