জকিগঞ্জে ৩৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার (১৫ মার্চ) জকিগঞ্জ উপজেলায় সর্বমোট ২১৭ টি কেন্দ্রে ৩৩৩৩০ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদের সভাপতিত্বে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থ সারথি ভট্টাচার্য, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, এনজিও সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা সেলিম আহমদ। সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছর জাতীয় ভাবে দুইবার এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এবারের লক্ষ্য নীল রঙের ৬ থেকে ১১ মাস বয়সী ৩৬৫০ জন শিশু, লাল রঙ ১ বছর থেকে ৫ বছরের নিচের বয়সী ২৯৬৮০ জন শিশু। একটি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ অস্থায়ী ২১৭ টি কেন্দ্রে আগামী ১৫ মার্চ সকাল ৮ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত টিকাদান কর্যক্রম চলবে। এ বছরের টোটাল লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৩৩৩০ জন।