পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোবশ্বির আলী উপজেলার সদর ইউনিয়নের হিমিদপুর গ্রামের মৃত মজমিল আলীর ছেলে। শিশুটি একই এলাকার এক ভাড়াটে টমটম চালকের মেয়ে। সোমবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলার সময় মোবাশ্বির আলী কৌশলে অন্যান্য শিশুদের টাকা দিয়ে দোকানে পাঠিয়ে দেন। এরপর সে ভিকটিমকে একা পেয়ে নিজের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনার সময় শিশুর বাবা গ্রামের বাড়িতে ছিলেন। রাতে বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে ঘটনাটি শুনে তিনি পরদিন, মঙ্গলবার সকালে, বিশ্বনাথ থানায় মামলা (নাম্বার-৭) দায়ের করেন। এরপর পুলিশ অভিযুক্ত মোবশ্বির আলীকে বুধবার (১২ মার্চ) বিকেল ২ টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শিশুর বাবা অভিযোগ করে বলেন, "আমি বাড়িতে ছিলাম না, এই সুযোগে সে আমার মেয়েকে পাশবিকভাবে নির্যাতন করেছে। আমি চাই অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।"
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।