তীরে এসে তরি ডুবল কিউইদের, চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুট আবারো ভারতের হাতে


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনাল মঞ্চটি একেবারে ঝলমল করছিল। একদিকে ভারতের শিরোপা জয়ের ক্ষুধা, অন্যদিকে নিউজিল্যান্ডের বহুদিনের আক্ষেপ ঘোচানোর স্বপ্ন। ২০১৫ এবং ২০১৯ বিশ্বকাপে ফাইনালে হার—সেই দুঃখ কি এবার ঘোচাতে পারবে কিউইরা? প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু বাস্তবতা আবারও নিয়ে এলো এক কঠিন সত্য।

টস জিতে ব্যাটিং নেওয়ার পর নিউজিল্যান্ড শুরু করেছিল আত্মবিশ্বাসের সঙ্গে। ওপেনিংয়ে রাচিন রবীন্দ্র ঝড় তুললেন, মাত্র ২৯ বলে ৩৭ রান। সেই শুরুটা যেন এক নতুন ইতিহাস লেখার ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু এরপরই ঘটে বিপর্যয়। ১০৮ রানের মধ্যে চারটি উইকেট পড়ে যায়। কিউইদের ড্রেসিংরুমে তখন নীরবতা। সেই চাপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেন ড্যারেল মিচেল, ১০১ বলে ৬৩ রানের ধৈর্যশীল ইনিংস খেললেন তিনি। তবে যখন একের পর এক উইকেট পড়ছে, তার লড়াই একা হয়ে যায়।

লোয়ার অর্ডারে গ্লেন ফিলিপস (৩৪) ও মাইকেল ব্রেসওয়েল (৫৩) কিছুটা আশার আলো দেখালেন। ২৫১ রানের সংগ্রহটা খুব বড় না হলেও লড়াই করার মতো ছিল। কিউইদের মনে তখন নিশ্চয়ই ভেসে আসছিল, "একবার যদি বোলাররা জ্বলে উঠতে পারে!"

বল হাতে যখন মাঠে নামল নিউজিল্যান্ড, তখনো তাদের মধ্যে ছিল বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাস একাই ভেঙে দিলেন রোহিত শর্মা। নিউজিল্যান্ডের বোলারদের কোনো অস্তিত্বই যেন ছিল না তার সামনে। চার-ছয়ের ফুলঝুরিতে মাত্র ৮৩ বলে ৭৬ রান করে দিলেন ভারতীয় অধিনায়ক।

শ্রীমন গিল (৩১) এবং কোহলি (১) ফিরে যাওয়ার পরও রোহিতের ইনিংসে ভারতীয় শিবিরের আশা মজবুত হয়ে যায়। শ্রেয়াস আইয়ার ৪৮ রান করে, অক্ষর প্যাটেল যোগ করেন ২৯ রান। নিউজিল্যান্ডের বোলাররা মাঝেমধ্যে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় ব্যাটারদের আত্মবিশ্বাস ছিল পাহাড়সমান।

শেষদিকে কেএল রাহুল (৩৪) এবং হার্দিক পান্ডিয়া (১৮) নিশ্চিত করলেন ভারতের শিরোপা জয়। কিউইদের স্বপ্ন একদম কাছে এসে হাতছাড়া হয়ে গেল।

শেষ বলের সঙ্গে সঙ্গেই দুবাই স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের উল্লাস। কিন্তু কিউইদের জন্য এটি ছিল আরেকটি দুঃস্বপ্ন। মাঠে দাঁড়িয়ে থাকা কেন উইলিয়ামসন, হতাশ চোখে তাকিয়ে থাকা গ্লেন ফিলিপস, আর বিষণ্ণ ড্রেসিংরুম—সব মিলিয়ে নিউজিল্যান্ডের হার যেন কেবল একটি পরাজয় নয়, বরং ভাঙা স্বপ্নের আরেকটি অধ্যায়।

২০১৫, ২০১৯, এবং এবার ২০২৫—তিনবার ফাইনালে এসে হার। শিরোপার খুব কাছে গিয়ে আবারও খালি হাতে ফিরল নিউজিল্যান্ড।

নবীনতর পূর্বতন