জকিগঞ্জে ইতিকাফরত অবস্থায় জুনেদ আহমদ (৬০) নামের এক কলেজ শিক্ষক ইন্তেকাল করেছেন। রোববার বিকেলে ঘেচুয়া বড় মহল্লা মসজিদে এতেকাফরত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শিক্ষক জুনেদ আহমদ জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের বাসিন্দা ও গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ। তাঁর মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২৪ মার্চ) দুপুর ২টার সময় জকিগঞ্জের চারিগ্রাম মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানা গেছে, শিক্ষক জুনেদ আহমদ গত ২০ রমজান থেকে মসজিদে ১০ দিনের জন্য এতেকাফ শুরু করেছিলেন তিনি। তিনি সুস্থ অবস্থায় ছিলেন। রবিবার বিকেলে হঠাৎ করেই মারা যান। প্রেসার ছাড়া তাঁর আর কোন রোগ ছিলোনা।
শিক্ষক জুনেদ আহমদ খুবই অমায়িক ও ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।