সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের উত্তর আকাখাজনা গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। আফজল হোসেন (২৪) নামের ওই যুবক শুক্রবার রাতে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দিনের কোনো একসময় একটি দোকান থেকে পেট্রোল কিনে এনে লুকিয়ে রাখেন এবং রাতে পরিবারের সদস্যদের অগোচরে শরীরে আগুন ধরিয়ে দেন।
পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেন। তবে শনিবার ভোরে ঢাকায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, আফজল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তিন-চার বছর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উজ্জামান জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।