জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে জকিগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

জকিগঞ্জ প্রতিনিধি  ::
 'তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা সমবায় কর্মকর্তা ফখরউদ্দিন, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সেই সাথে নতুন ভোটারদের নিবন্ধন ও ভোটাধিকার প্রয়োগে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
নবীনতর পূর্বতন