গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের সময় জাতিসংঘ সেনাবাহিনীকে সতর্ক করেছিল, যাতে তারা দমন-পীড়নের পথে না যায়। অন্যথায়, বাংলাদেশি সেনাবাহিনীর জন্য জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সাক্ষাৎকারভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান ‘হার্ডটক’-এ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন স্যাকুরের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের সময় জাতিসংঘ সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বার্তা পাঠায়। এরপরই পরিস্থিতির পরিবর্তন হয় এবং মোহাম্মদ ইউনুস সরকার গঠন করেন।
প্রায় ২২ মিনিট ৫৭ সেকেন্ডের এই পর্বটি গত বুধবার প্রচারিত হয়, যেখানে বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।