রিয়াদ এয়ার মেট্রোপলিটানে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের ৪৫তম মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে আলেকজান্ডার সারলোথ গোল করে ব্যবধান ২-০ করেন।
৭১তম মিনিটে রবার্ট লেভান্ডোভস্কি একটি গোল শোধ করেন, যা বার্সাকে ম্যাচে ফেরায়। এরপর ৭৮তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেস গোল করে সমতা ফেরান (২-২)।
যোগ করা সময়ের ৯২তম মিনিটে লামিন ইয়ামাল বাঁ পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন (৩-২)। শেষ মুহূর্তে (৯৮ মিনিটে) ফেরান তোরেস তার দ্বিতীয় গোল করেন, যা নিশ্চিত করে বার্সেলোনার ৪-২ গোলের জয়।
এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রিয়াল মাদ্রিদ রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।