সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নে কৃষক দল ও বিএনপির স্থানীয় এক নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে রামপাশা বাজারে ‘রামপাশা ইউনিয়নবাসী’র ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, ‘এই হামলার মূল হোতা কুখ্যাত মাদক কারবারি তবারক আলী। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর সাহস না পায়।’
এ সময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় প্রবীণ মুরব্বি সদাই মিয়া। সভা পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ। বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়ন পরিষদের সদস্য আয়াজ আলী, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুম আহমদ।
এছাড়া প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা মৌরশ আলী, বাদশা মিয়া, দিলনুর মিয়া, স্বপন রাজ, ওয়াসিম, ফয়জুল, সাইদসহ আরও অনেকে।