![]() |
ছবি: সংগ্রহকৃত |
সিলেট নগরীর মিরাবাজারে অবস্থিত নাদিয়া পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে মৃত মোরগ বিক্রির অভিযোগ উঠেছে। কুমারপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ জুবেদ আহমদ এ অভিযোগ করেন। তবে পোল্ট্রি ফার্মের মালিক আনছার মিয়া এ অভিযোগ নাকচ করে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাতে কুমারপাড়া জামে মসজিদের মুসল্লিদের জন্য ইফতার আয়োজনের উদ্দেশ্যে নাদিয়া পোল্ট্রি ফার্ম থেকে মোরগ কিনতে যান কোষাধ্যক্ষ জুবেদ আহমদ। তিনি জানান, জবাই করা মোরগের সঙ্গে একটি মোরগ পাওয়া যায়, যা ছিল অস্বাভাবিকভাবে ঠান্ডা। এতে সন্দেহ হলে তিনি দাবি করেন, সেটি আগে থেকেই মৃত ছিল।
নাদিয়া পোল্ট্রি ফার্মের মালিক আনছার মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, "এটি মৃত মোরগ নয়, বরং পাশের দোকানের ফ্রিজে সংরক্ষিত ছিল। সে কারণেই এটি ঠান্ডা ছিল।"