সিলেটে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২


সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার এলাকা থেকে এক তরুণীকে (২৫) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট শহরতলীর খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। ঘটনার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট সদর উপজেলার পীরেরবাজার উত্তর মোকামের গোল এলাকার হাসেম মিয়ার ছেলে লেগুনা চালক আব্দুর করিম (২৯) এবং দলুইপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী কয়েকদিন ধরে হযরত শাহপরান (রহ.) মাজারে অবস্থান করছিলেন। মঙ্গলবার ভোরে মেয়েটিকে তুলে নিয়ে ছড়াগাঙ এলাকায় সংঘবদ্ধ ধর্ষণ করে কয়েকজন। ধর্ষণের শিকার তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ সারাদিন তদন্ত চালায় এবং লেগুনার সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করে। পরে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
নবীনতর পূর্বতন