জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে গতকাল বিকালে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার করা হয়েছে। জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃরা হলেন, ঘেচুয়া গ্রামের মৃত আজমল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও সুলতানপুর ইউনিয়নের মাজবন্দ গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)। জাবেদ আহমদের একই সাথে মুন্সিগঞ্জ জেলা সদরের পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের পরিচয়ে ঠিকানা রয়েছে। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জিহাদ উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় তিনটি ডাকাতি ও দুটি চুরির মামলা রয়েছে। জসিম উদ্দিনের বিরুদ্ধে দুইটি ডাকাতি ও চারটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন তারা।
পুলিশ সূত্র জানায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশের বিশেষ দল জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করেছে। পুলিশ জানায়, এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে, যাতে অপরাধীরা আইনের আওতায় আসে এবং এলাকার জনগণ নিরাপদ থাকে।