নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দৈনিক জৈন্তা বার্তার ইফতার মাহফিলে জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে পত্রিকার পরিচয় পত্র (আইডি কার্ড) গ্রহন করলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মুকিত। শনিবার (১৪ রামাদান) সিলেটের দক্ষিণ সুরমা কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা প্রতিনিধিদের কার্ড প্রদান করা হয়। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দ, সাংবাদিকসহ ও নানা শ্রেণিপেশার বিশিষ্টজন অংশ নেন। এসময় নানা শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ফারুক আহমদ, শুভেচ্ছা বক্তব্য দেন এবং জেলা-উপজেলা প্রতিনিধিদের হাতে পরিচয় পত্র তুলে দেন জৈন্তা বার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তা বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মলয় দত্ত মিঠু, জৈন্তা বার্তার উপ-সম্পাদক নেহার রঞ্জন পুরকায়স্থ, বার্তা সম্পাদক আনন্দ সরকার, মফস্বল ইনচার্জ রাজীব আহমদ রাসেল, নিজস্ব প্রতিবেদক মুহাজিরুল ইসলাম রাহাত এবং জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক প্রমুখ।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল মুকিত দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সহ সিলেট থেকে প্রকাশিত সরকার অনুমোদিত সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার বার্তা সম্পাদক এবং জকিগঞ্জের প্রথম অনলাইন ভিত্তিক টিভি চ্যানেল জকিগঞ্জ টিভির এমডির দায়িত্ব পালন করে আসছেন। তাছাড়া যুক্তরাজ্য ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আইওন টিভির জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করে আসছেন।