অনেকেই ভেবেছিলেন, জাতীয় দলের জার্সিতে তাকে দেখা যাবে ঢাকার মাটিতে। কিন্তু সে সম্ভাবনা আপাতত নেই। ক্যাম্প শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরলেও ফাহমেদুল ফিরে গেছেন ইতালিতে।
দলের সঙ্গে তার ঢাকায় ফেরার কথা থাকলেও সেটি হয়নি। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাংলাদেশ দল দেশে ফিরেছে, কিন্তু সেই দলে ছিলেন না ফাহমেদুল। এ নিয়ে জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ‘সে ইতালি ফিরে গেছে। আপাতত আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না।’
দল ঘোষণার সময় কোচ হাভিয়ের কাবরেরা ফাহমেদুলকে নিয়ে আশাবাদী ছিলেন। ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর সঙ্গে তার নামও ছিল দলের পরিকল্পনায়। কিন্তু সৌদি ক্যাম্প শেষে তার ঢাকায় না ফেরাটা ইঙ্গিত দেয় যে, জাতীয় দলে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনই তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি।
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলছেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, সেটি এখনো স্পষ্ট নয়। তবে বাংলাদেশের জার্সিতে তাকে দেখার অপেক্ষাটা কিছুটা দীর্ঘ হলো।