তামিম ইকবালের হার্টে ব্লক: এনজিওগ্রামের পর সিসিইউতে চিকিৎসাধীন


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ) খেলতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং চিকিৎসকদের পরামর্শে দ্রুত এনজিওগ্রাম করে একটি রিং পরানো হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) রয়েছেন।

সোমবার (২৪ মার্চ) সকালে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে তামিম ইকবাল হালকা বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রেইনারকে জানান তিনি। প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভেবে তাকে ওষুধ দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হওয়ায় নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে বিকেএসপিতে ফিরে এলেও শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয়।

এরপর অবস্থার আরও অবনতি হলে তাকে কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন এবং তার হার্টে রিং পরানো হয়।

সফল এনজিওগ্রামের পর তামিম ইকবাল এখন সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

নবীনতর পূর্বতন