ভারতে ছাগলের মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা, তোলপাড়!

ছবি : সংগ্রহকৃত

ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা ইউনিয়নের বোরোল বাজার এলাকায় এক লোমহর্ষক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গ্রামের এক যুবক মাঠে চড়তে যাওয়া একটি গৃহপালিত ছাগলকে ধর্ষণের চেষ্টা করেছে। এ ঘটনায় হতবাক স্থানীয় বাসিন্দারা, কারণ এমন ঘটনার কথা তারা কখনোই শোনেননি বা দেখেননি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়,সোমবার (২৪ মার্চ) এলাকার এক বাসিন্দা তাঁর পালিত ছাগলটিকে মাঠে চড়তে ছেড়ে দেন, যাতে সেটি ঘাস খেতে পারে। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে ছাগলটিকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। ঠিক তখনই তিনি ছাগলের চেঁচামেচির শব্দ শুনতে পান।

দাবি করা হচ্ছে, সেই শব্দ শুনে তিনি সামনে এগিয়ে গেলে এমন দৃশ্য দেখেন, যা দেখে তাঁর চোখ কপালে ওঠে! তিনি দেখেন, এলাকারই এক যুবক ছাগলটিকে জোরপূর্বক চেপে ধরে বিকৃত যৌনাচারের চেষ্টা করছে! যাতে ছাগলটি চিৎকার করতে না পারে, সেজন্য তার মুখ শক্ত করে গামছা দিয়ে বাঁধা হয়েছিল! মালিক ঘটনাস্থলে পৌঁছতেই অভিযুক্ত যুবক ছাগলটিকে রেখে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়তেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে বিষয়টি এখানেই শেষ হয়নি। অভিযোগ উঠেছে, কিছুক্ষণ পর অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত অবস্থায় ফিরে এসে ছাগলের মালিকের বাড়িতে হামলা চালায়। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে। এতে পরিবারের চারজন সদস্য আহত হন, যাঁদের মধ্যে নারীও ছিলেন।

এ ঘটনায় ছাগলের মালিক থানায় অভিযোগ জানান এবং প্রমাণ হিসেবে ছাগলটিকেও সঙ্গে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। তবে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক করা হয়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমন নৃশংস ঘটনার পর গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

নবীনতর পূর্বতন