এইচএসসি পরীক্ষায় পৌরনীতি দ্বিতীয় পত্র একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাংলাদেশ ও বিশ্বরাজনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর দেওয়া হলো, যা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।
গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (MCQ with Answers)
১. কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়?
- (ক) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- (খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ✅
- (গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- (ঘ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও :
'ক' নামক একটি এলাকায় বেশিরভাগ মানুষ হিন্দিতে কথা বলে। ক্ষমতাসীন সরকার ফারসিতে কথা বলার জন্য জনগণের ওপর চাপ সৃষ্টি করে। বিক্ষুব্ধ জনতা সংঘবদ্ধ হয় এবং আন্দোলনে ঝাপিয়ে পড়ে। রক্তের বিনিময়ে জনতার আন্দোলন সফল হয়।
২. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত কোন আন্দোলনের মিল রয়েছে?
- (ক) স্বাধীনতা
- (খ) স্বাধিকার
- (গ) ভাষা ✅
- (ঘ) স্বায়ত্তশাসন
৩. উক্ত আন্দোলনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে-
i. জাতীয়তাবাদের বিকাশ
ii. স্বাধীনতার চেতনাবোধ
iii. অধিকার সচেতনতা
সঠিক উত্তর:
- (ক) i ও ii
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii ✅
৪. মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান কে?
- (ক) অধ্যাপক মোজাফফর আহমেদ
- (খ) অধ্যাপক ইউসুফ আলী ✅
- (গ) অধ্যাপক মুনীর চৌধুরী
- (ঘ) অধ্যাপক আবুল কালাম আজাদ
৫. নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব ছিল-
i. বাংলা
ii. বিহার
iii. উড়িষ্যা
সঠিক উত্তর:
- (ক) i ও ii
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii ✅
৬. সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে?
- (ক) ১৭৫৭ সাল
- (খ) ১৭৭৩ সাল
- (গ) ১৮৫৭ সাল
- (ঘ) ১৮৮৫ সাল ✅
৭. অবিভক্ত বাংলার সর্বশেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
- (ক) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ✅
- (খ) শেরে বাংলা এ. কে. ফজলুল হক
- (গ) খাজা নাজিমুদ্দিন
- (ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
৮. সংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি?
- (ক) নির্বাচন কমিশন
- (খ) সরকারি কর্মকমিশন
- (গ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
- (ঘ) দুর্নীতি দমন কমিশন ✅
৯. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
- (ক) এ্যালান অক্টোভিয়ান হিউম ✅
- (খ) জওহরলাল নেহেরু
- (গ) মহাত্মা গান্ধী
- (ঘ) লর্ড কার্জন
১০. ভারতীয় স্বাধীনতা আইনের ফলে-
i. ভারতবর্ষে ইংরেজী শাসনের অবসান ঘটে
ii. ভারত ও পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় হয়
iii. ব্রিটিশ ভারতে রাজনৈতিক সমস্যার সমাধান হয়
সঠিক উত্তর:
- (ক) i ও ii ✅
- (খ) i ও iii
- (গ) ii ও iii
- (ঘ) i, ii ও iii
১১. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কবে?
- (ক) ১০ এপ্রিল, ১৯৭১
- (খ) ১৩ এপ্রিল, ১৯৭১
- (গ) ১৫ এপ্রিল, ১৯৭১
- (ঘ) ১৭ এপ্রিল, ১৯৭১ ✅
১২. লাহোর প্রস্তাব কবে উত্থাপিত হয়?
- (ক) ২৩ মার্চ, ১৯৪০ ✅
- (খ) ২১ মার্চ, ১৯৪০
- (গ) ১৩ এপ্রিল, ১৯৪০
- (ঘ) ১৭ এপ্রিল, ১৯৪০
১৩. আগরতলা মামলার আসামি কতজন ছিল?
- (ক) ৩০ জন
- (খ) ৩৫ জন ✅
- (গ) ২৯ জন
- (ঘ) ৩৪ জন
এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংকলন শিক্ষার্থীদের এইচএসসি পৌরনীতি দ্বিতীয় পত্রে ভালো নম্বর পেতে সহায়ক হবে। নিয়মিত চর্চা ও সঠিক কৌশলে পড়াশোনা করলে ভালো ফলাফল নিশ্চিত করা সম্ভব।