যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আফজাল হোসেনকে বিশ্বনাথ পৌর ছাত্রদলের অভিনন্দন

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার তাতিকোনা গ্রামের কৃতি সন্তান ও সাবেক উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা ও সদস্য সচিব জাকির হোসেন ইমন তাকে শুভেচ্ছা জানান। তারা বলেন, আফজাল হোসেন বিএনপির একজন নিবেদিত প্রাণ ও আদর্শিক নেতা। বৃটেনে যাওয়ার পূর্বে তিনি বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য যুবদল আরও সুসংগঠিত হবে এবং দল ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, এমন একজন কর্মীবান্ধব নেতাকে সঠিক মূল্যায়ন করায় তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবীনতর পূর্বতন