জকিগঞ্জে তালামীযের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

জকিগঞ্জ প্রতিনিধি :: মহান আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কে নিয়ে রাখাল রাহা ও সোহেল হাসান গালিবের কুরুচিপূর্ণ নোংরা কবিতা প্রকাশের প্রতিবাদে জকিগঞ্জে বিক্ষোভ করেছে আনজুমানে তালামীযে ইসলামিয়া।

বুধবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলা ও পৌর তালামীযের যৌথ উদ্যোগে জকিগঞ্জ পৌর শহরের কেছরী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এ হক চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক কুলাঙ্গার রাখাল রাহাকে পাঠ্যপুস্তক পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে। এমন বিকৃত মস্তিষ্ক কীটের সুপারিশের ভিত্তিতে যদি পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয় তাহলে জাতির ভবিষ্যত অন্ধকার। শিগগির এই সুপারিশমালা বাতিল করে বিজ্ঞ ও ধর্মী মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদের কাছে দায়িত্ব ন্যস্ত করতে হবে।

অপর কুলাঙ্গার সোহেল হাসান গালিবকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েমে বসানো হয়েছে। যেখান থেকে বিসিএস শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণ দেওয়া হয়। তার মতো নোংরা মস্তিষ্কের ট্রেইনার যদি শিক্ষা ক্যাডারদের প্রশিক্ষণে সংশ্লিষ্ট থাকে তাতেও দেশের শিক্ষা ব্যবস্থায় রুচিহীনতা ও ধর্মবিদ্বেষ ছড়িয়ে যাবে।

এসময় বক্তারা অপরাধীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবি জানান। কুরআন ও সুন্নাহের আলোকে আল্লাহ ও রাসূল অবমাননার সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান।পাশাপাশি যোগ্য ও বিজ্ঞ ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাবিদদের দ্বারা পাঠ্যপুস্তক পরিমার্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।

জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মো. ছাদিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম এর পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক আহমদ আল মনজুর, সংগঠনের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক জিএস মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাংগঠনিক সম্পাদক আবু ছায়িদ মো: আশিক,জকিগঞ্জ পৌর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ,লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ এর সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস,জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল মুকিত,আলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, ইছামতি কামিল মাদ্রাসার সাবেক ভিপি মাহতাব আহমদ, জকিগঞ্জ পৌর সভাপতি কামরুল ইসলাম,  উপজেলা,সহ সভাপতি ছাদিক আহমদ,পৌর সাধারণ সম্পাদক দিলশাদ আনোয়ার, উপজেলা সহ সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাব্বির, সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ, উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক আহমদুল হক সহ উপজেলা ও পৌর তালামীয ও আল ইসলাহর অসংখ্য দায়িত্বশীল বৃন্দ।
নবীনতর পূর্বতন