আসন্ন পবিত্র মাহে রমজান, ঈদুল ফিতরসহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় ছুটি মিলিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির সময়সূচি ২ মার্চ থেকে শুরু হয়ে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। তবে, ১০ এপ্রিল থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা, যেসব প্রতিষ্ঠানেই পরীক্ষার কেন্দ্র রয়েছে, সেখানে ২ মাস ১০ দিনের ছুটি থাকবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটির কারণে ২ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাস চলবে, এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মাধ্যমিক) মো. ইউনুছ ফারুকী জানিয়েছেন, সরকারি শিক্ষাপঞ্জি অনুযায়ী, এই ছুটি সরকারি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমানভাবে কার্যকর হবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে। এই দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।