সিলেটে চার পুলিশ কর্মকর্তা ওএসডি


সিলেট মহানগর ও রেঞ্জ পুলিশের চার কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন—সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি বিজর বসাক, সিলেট মহানগর পুলিশের সাবেক ডিসি আজবাহার আলী শেখ, উপকমিশনার মোহাম্মদ এহসান শাহ এবং উপকমিশনার মো. সোহেল রেজা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নবীনতর পূর্বতন