'এতীমের মা' খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল : বিভিন্ন মহলের শোক

জকিগঞ্জ প্রতিনিধি ::
এতীমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। কোন নারীর জানাযায় এত রাতে এত মানুষের ঢল একটি বিরল ঘটনা। মঙ্গলবার রাত ১০ টায় হাজার হাজার এতিমের অভিভাবক, উস্তাদুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী দেওয়ান ছরওত হাবিবুন নেছা (৭০) কে ঐতিহাসিক বালাই হাওরে জানাযা শেষে ফুলতলী ছাহেব বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। জানাযা পূর্বে পরিবারে পক্ষ থেকে সংক্ষিপ্ত অনূভুতি ব্যাক্ত করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান। 

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর সহধর্মিণী মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী এই মহীয়সী নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) তাকে অত্যান্ত স্নেহ করতেন। তিনি একজন পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন। এতীম-অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি "উম্মুল আইতাম" তথা "এতীমদের মা" হিসাবে পরিচিত ছিলেন। অসহায় মহিলারা তার নিকট আসলে তিনি তাদেরও যথাসাধ্য সহযোগিতা করতেন। 

তাঁর ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

দৈনিক ইনকিলাব সম্পাদকের শোক : ফুলতলীর পীর ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেবের সহধর্মিণীর ইন্তেকাল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এএমএম বাহাউদ্দীন। 

আনজুমানে আল-ইসলাহ ও তালামীয : বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী ও সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এবং তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

জকিগঞ্জ উপজেলা বিএনপি : ফুলতলীর বড় ছাহেব আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খেলাফত মজলিস : ফুলতলীর পীর ছাহেব মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ আব্দুল মুছব্বির, সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জমিয়ত : ফুলতলীর বড় ছাহেব মাওলানা ইমাদ উদ্দিন চৌধুরীর সহধর্মিণীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট জেলা (দক্ষিণ) সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ। তিনি মরহুমার রূহের মাগফিরাত ও জান্নাত কামনা করেন।

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব : আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণীর ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত উল্লেখ করেন ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর ইন্তেকালে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি অতীম, অনাথের কাছে খুবই শ্রদ্ধার পাত্র ছিলেন। নেতৃবৃন্দ মরহুমার জান্নাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিশিষ্টজনের শোক : মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণীর ইন্তেকালে শোক জ্ঞাপন করেছেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, ইছামতি দারুল উলূম কামিল (এম.এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী, শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, রায়পুরী পীর ছাহেবের সুযোগ্য নাতি হাবিব উল্লাহ মিসবাহ প্রমুখ।
নবীনতর পূর্বতন