জকিগঞ্জের চৌধুরীবাজারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সমাবেশ

জকিগঞ্জ প্রতিনিধি :: রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন বিএনপি সমাবেশ করেছে। গতকাল রবিবার কাজলসার ইউনিয়নের চৌধুরীবাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সভাপতি শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রিপন আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ।

কাজলসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব চেরাগ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুশ শাকুর, কানাইঘাট উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও কাজলসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য হিফজুর রহমান।

বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আব্দুল মালেক, উপজেলা যুবদলের সদস্য সাহেদুজ্জামান সাহেদ , কাজলসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজু, জকিগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রশীদ রিপন, উপজেলা যুবদলের সদস্য সামাদুর রেজা সামাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল হাসান প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, ‘সকল বৈষম্য দূর করে ইতিবাচক মানসিকতায় রাষ্ট্র গড়তে পারলেই শহীদদের আত্মদান অর্থবহ হবে। উগ্রবাদীদের আইনের আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না। হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নবীনতর পূর্বতন