পিলখানা হত্যাকাণ্ডের স্মরণে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা

বাংলাদেশ সরকার ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে। আজ রবিবার, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত ওই পরিপত্রে জানানো হয়েছে, এই দিনটি প্রতি বছর ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে পালিত হবে। তবে এটি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য হবে না।

এই সিদ্ধান্ত পিলখানা হত্যাকাণ্ডের শোকাবহ স্মৃতিকে সম্মান জানাতে নেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত সেই মর্মান্তিক বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। এটি বাংলাদেশের ইতিহাসের এক হৃদয়বিদারক ঘটনা, যা পুরো জাতিকে গভীর শোকের সাগরে ডুবিয়েছিল এবং আজও জাতির হৃদয়ে সেই ক্ষত অম্লান হয়ে আছে।

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হলো।

পিলখানা হত্যাকাণ্ডের করুণ স্মৃতি শুধু শোকের প্রতীক নয়, বরং এটি আমাদের জাতীয় সংহতি এবং সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের প্রতিফলন। এই দিবসটি পালনের মাধ্যমে সেনা সদস্যদের সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।


নবীনতর পূর্বতন