জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, কুয়েত প্রবাসী কামরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যা ৭ টার সময় আটগ্রাম স্টেশনে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল কাজলসার ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মি আব্দুল মালেকের সভাপতিত্বে ও কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও কাজলসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মাসুক আহমদ, যুবদল নেতা মাসুক আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ, কাজলসার ইউনিয়ন বিএনপি নেতা কাজী রাসেল আহমদ, আখতার হোসেন, যুবদল নেতা আব্দুল হাসিব, স্বেচ্ছাসেবক দল নেতা কাওসার হামিদ, মানিকপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাসেল আহমদ ।
ইছামতি ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাওসার আহমদ জুমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহতাব উদ্দিন ও আজাদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি প্রবাসী কামরুল ইসলামের অনাগত দিনগুলো সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা বলেন, সংগঠনের সাথে কতটুকু সম্পর্ক ও বন্ধন থাকলে দলের ব্যানারে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আয়োজন করে জন্মদিন পালন করে- তার প্রমান আজকের অনুষ্ঠান। সভায় নেতৃবৃন্দ ছাত্রদলের গৌরবময় ঐতিহ্য বজায় রেখে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।