স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের আমলশিদ গ্রামে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শাহিন আহমদ (৩০)। তিনি স্থানীয় বাসিন্দা রহমত আলীর ৩য় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য তার পরিবার বিভিন্ন ডাক্তার দেখিয়েও তাকে সুস্থ করতে পারেনি। শুক্রবার সন্ধ্যায় তার পরিবার ঘরের ভেতরে শাহিনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে, তবে তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হয়নি।
জকিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) অপু সরকার জানান, "ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।"
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে আছেন।