আফগানিস্তানের দাপুটে ব্যাটিং: অস্ট্রেলিয়ার সামনে ২৭৪ রানের লক্ষ্য

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে আফগানিস্তান। টসে জিতে ব্যাটিংয়ে নামা আফগানরা নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। দলের হয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন সেদিকুল্লাহ অটল এবং আজমতউল্লাহ ওমরজাই।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকে। অন্যদিকে, অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারালেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টি বাঁধায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়। এই পরিস্থিতিতে, সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের জন্য জয়ের বিকল্প নেই, অন্যদিকে অস্ট্রেলিয়াও নিশ্চিত করতে চায় শেষ চারের টিকিট।

অটল-ওমরজাইয়ের ব্যাটে আফগানিস্তানের শক্ত ভিত

শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানদের। তবে সেদিকুল্লাহ অটলের ৮৫ রানের ঝড়ো ইনিংস দলকে ভালো সংগ্রহের দিকে এগিয়ে নেয়। ৯৫ বলে ছয়টি চার ও তিনটি ছক্কার সাহায্যে সাজানো তার এই ইনিংস আফগান শিবিরে স্বস্তি এনে দেয়। অন্যদিকে, আজমতউল্লাহ ওমরজাইও দারুণ ব্যাটিং করেন। মাত্র ৬৩ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলে দলের স্কোর বড় করতে ভূমিকা রাখেন।

অন্য ব্যাটারদের মধ্যে ইব্রাহিম জাদরান ২২ রান, হাশমতউল্লাহ শাহিদী ২০ রান এবং রশিদ খান ১৭ বলে ১৯ রান করেন। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিয়মিত উইকেট হারানোয় আরও বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান।

অজিদের বোলিং আক্রমণ

অস্ট্রেলিয়ার বোলাররা অবশ্য বেশ আঁটসাঁট বোলিং করেছেন। বেন ডারউইস ৩ উইকেট তুলে নিয়ে আফগানদের চাপে রাখেন। স্পেন্সার জনসন এবং অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট। তবে মিডল ওভারে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের, বিশেষ করে অটল ও ওমরজাইয়ের জুটির সামনে।

সেমির দৌড়ে টিকে থাকতে লড়বে আফগানিস্তান

২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নামবে অস্ট্রেলিয়া, যাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। তবে আফগানিস্তানের বোলিং আক্রমণও কম নয়। বিশেষ করে রশিদ খান, নবীন উল হক এবং ফজলহক ফারুকির মতো বোলাররা যদি অজিদের দ্রুত চাপে ফেলতে পারেন, তাহলে ম্যাচে উত্তেজনার শেষ থাকবে না।

সেমিফাইনালে যাওয়ার লড়াই জমে উঠেছে। আফগানিস্তান কি পারবে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিতে? নাকি অভিজ্ঞ অজিরাই বাজিমাত করবে? ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রোমাঞ্চকর দ্বিতীয় ইনিংসের!

নবীনতর পূর্বতন