জকিগঞ্জে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা

জকিগঞ্জ প্রতিনিধি ::
 
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’,- উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ‘ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার দুপুরে  সিলেটের জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এক  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অর্ণব দত্ত।

সংগঠক ময়নুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল আলম শাওন, এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, তরুণ উদ্যোক্তা মো. নাদিম আহমদ ও তরুণী উদ্যোক্তা মাহবুবা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ ও পারিবারিক কার্যক্রমে নারী পুরষের অংশীদারত্বমূলক দায়িত্ব বন্টনকে উৎসাহিতকরণ বিষয় ও এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে উপজেলার তরুনগণ ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামি সংগীত, দেশাত্মবোধক সংগীত, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
নবীনতর পূর্বতন