সিঙ্গেলদের জন্য ভালোবাসা দিবস উপভোগের সেরা টিপস

সিঙ্গেলদের জন্য ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপভোগের সেরা টিপস
ছবি: সংগ্রহকৃত

কাজী ফাহমিদ মুনতাসির :

১৪ ফেব্রুয়ারি এলেই চারপাশ যেন লাল-গোলাপি ভালোবাসার স্রোতে ভেসে যায়। প্রেমিক-প্রেমিকারা মনের মানুষকে চকলেট, ফুল, টেডি বিয়ার দিয়ে মুগ্ধ করার দৌড়ে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু সিঙ্গেলদের কী হবে? তারা কি শুধু চুপচাপ দিনটা কাটাবে? মোটেও না! ১৪ ফেব্রুয়ারি হলো ভালোবাসা দিবস, এবং ভালোবাসা কেবল প্রেমিক-প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নিজেকেও ভালোবাসার দিন। তাই যারা সিঙ্গেল, তারা মন খারাপ না করে, নিজের মতো করে দিনটি উদযাপন করুন। কেমন করে? আসুন জেনে নিই কিছু রসালো উপায়!

নিজেকে ভালোবাসুন—শাহেনশাহ স্টাইলে

যারা ভালোবাসা দিবসকে শুধুই যুগলদের জন্য ভাবেন, তাদের জন্য প্রথম পরামর্শ—নিজেকেও ভালোবাসা যায়! ১৪ ফেব্রুয়ারি প্রেমিক-প্রেমিকারা যেভাবে বিশেষ দিনে বিশেষ খাবার খান, সুন্দর উপহার দেন, তেমনি আপনিও নিজেকে একটা দারুণ ট্রিট দিন। পছন্দের খাবার অর্ডার করুন, নতুন কোনো পোশাক কিনুন, কিংবা মনের সুখে একটা গোটা চকোলেট কেক খেয়ে ফেলুন। দরকার হলে নিজেই নিজেকে বলুন—"এটা তোমার জন্যই কিনলাম!"

সিঙ্গেল বন্ধুদের সঙ্গে পার্টি

১৪ ফেব্রুয়ারি যখন সারা শহর ভালোবাসার উষ্ণতায় মেতে থাকবে, তখন সিঙ্গেলদেরও নিজেদের জন্য আলাদা পরিকল্পনা থাকা চাই। বন্ধুদের সঙ্গে মজার আড্ডা দিন, দল বেঁধে সিনেমা দেখুন কিংবা "সিঙ্গেলস স্পেশাল" ডিনার পার্টির আয়োজন করুন। মেনুতে থাকতে পারে "হার্টব্রেক হট চকোলেট" কিংবা "সোলো স্ট্রবেরি শেক"। এতে শুধু মজাই হবে না, বরং বুঝতে পারবেন—সিঙ্গেল থাকাটাও একটা উৎসব হতে পারে!

সোশ্যাল মিডিয়ার বিরতি নিন

১৪ ফেব্রুয়ারি এলেই ফেসবুক-ইনস্টাগ্রামে প্রেমের পোস্টের বন্যা বয়ে যায়। “তুমি ছাড়া আমি অন্ধকার” টাইপের ক্যাপশন, সঙ্গে গোলাপের ছবি! এসব দেখে মন খারাপ করার কিছু নেই। বরং এদিন সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নিন। বাস্তব জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন। দেখবেন, আপনার দিনটিও অনেক সুন্দর হয়ে উঠেছে!

নতুন কারও সঙ্গে পরিচিত হন

এই ১৪ ফেব্রুয়ারি নতুন বন্ধু বানানোও হতে পারে এক দারুণ আইডিয়া! বিভিন্ন কমিউনিটি ইভেন্টে যোগ দিন, কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন, কিংবা পরিচিতদের সঙ্গে নতুন আলাপ গড়ে তুলুন। কে জানে, হয়তো আগামী বছরের ভালোবাসা দিবসে আপনি আর একা থাকবেন না!

একটি সলো ট্রিপ—নিজের সঙ্গে একদিন

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা মানে কেবলই অন্য কাউকে ভালোবাসা নয়, নিজেকেও ভালোবাসতে জানতে হয়। তাই একদিনের জন্য ব্যাগ গুছিয়ে কাছের কোনো জায়গায় ঘুরতে যান। একটি নিরিবিলি ক্যাফেতে বসে প্রিয় বই পড়ুন, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করুন, কিংবা প্রকৃতির মাঝে হারিয়ে যান। এটি শুধু আপনাকে নতুন অভিজ্ঞতা দেবে না, বরং নিজের সঙ্গেই সময় কাটানোর আনন্দও এনে দেবে।

ভালোবাসা মানেই কেবল রোমান্স নয়

১৪ ফেব্রুয়ারিতে যদি সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে চান, তবে এটি হতে পারে অন্যদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে। কোনো এতিমখানা, বৃদ্ধাশ্রম বা আশ্রয়কেন্দ্রে গিয়ে কিছু সময় কাটান। দুঃস্থদের জন্য খাবার কিনে দিন, কিংবা কারও জন্য ছোট্ট একটি উপহার দিন। এই ভালোবাসার অনুভূতি যে কোনো রোমান্টিক ডেটের চেয়েও বেশি আনন্দ দেবে!

সবশেষে, নিজেকে বলুন—"আমি দারুণ!"

সবার আগে নিজের প্রতি ভালোবাসা জরুরি। তাই দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন—"আমি যেমন আছি, অসাধারণ আছি!"

নবীনতর পূর্বতন