জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার জন্য উন্মুক্ত মাঠ রক্ষণাবেক্ষণে আলোচনা সভা

জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্বে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল খালিক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, পৌরসভার সার্ভেয়ার জুবায়ের আহমদ, যুব সংগঠক ইসলাম উদ্দীন প্রমুখ।

সভায় সিএলপিএ ও এসডিএসের পক্ষ থেকে জকিগঞ্জে উন্মুক্ত স্থান, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও কায়িক পরিশ্রমের জন্য বাজেট বরাদ্দ এবং মিনি মেরাথনের আয়োজন করার বিষয়ে সুপারিশ করা হয়।
নবীনতর পূর্বতন