মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শতদল এন্টারপ্রাইজের সৌজন্যে এক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯ টার সময় জকিগঞ্জের থানাবাজার থেকে বিভিন্ন মহলের সুধীজন ও শতদল এন্টারপ্রাইজের বিভিন্ন গ্রুপের কর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। সকাল সাড়ে এগারোটায় ফেঞ্চুগঞ্জ রোডের সোনারগাঁও আবাসিক এলাকার "পিচ্চির দোকান" গিয়ে সবাইকে নিয়ে সকালের নাস্তা করে পবিত্র জুমার নামাজ দরগাহ-এ হযরত শাহজালাল মসজিদে আদায় করা হয়। পরে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পীরেরবাজার শাহ সুন্দর (রহ)-এর মাজার সংলগ্ন "লেক্সাস গার্ডেন" গিয়ে পৌছে শতদল এন্টারপ্রাইজের ট্যুরের বহর। লেক্সাস গার্ডেনে পৌছে দুপুরের খাবার গ্রহন করে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শতদল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম মহিউদ্দিন ডালিমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এনজিও সংস্থা শতদলের সভাপতি তুতিউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুর রহমান খান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামি ব্যাংক জকিগঞ্জ উপশাখার সিনিয়র অফিসার হাসান আহমদ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেটের মেজরটিলার বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ, কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী আহমেদ শিবলু, অলটাইম সি গ্রুপের বিক্রয় প্রতিনিধি সাগর দাস, শতদল এন্টারপ্রাইজের বিক্রয় সহযোগী সোহল আহমদ, আব্দুল করিম খান, রুবেল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, মাহিন আহমদ, আবু তাহের রুমন, রেদোয়ান আহমদ, আবু সাইদ প্রমুখ।
বিষয়
ভ্রমণ