মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ মুকুল মেম্বার ও তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আটককৃতরা হলেন, উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সাবেক মেম্বার নছির আলীর দুই ছেলে—মুকুল মেম্বার (৫৫) এবং তার ছোট ভাই আবদুল কাদির (৪৮)।
জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সিলেট বিভাগের গোয়েন্দা দল উত্তরকুল গ্রামের মুকুল মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় মুকুলের লুঙ্গিতে ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে, বাড়ির ছাদের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ৪৯ হাজার ৬০০ পিস ইয়াবা
উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।