জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের তপশীল অফিস চৌধুরীবাজার থেকে বীরশ্রী ইউনিয়নে স্থানান্তরের প্রতিবাদে ও চৌধুরী বাজারে পুনরায় স্থাপনের দাবীতে রবিবার বিকালে চৌধুরী বাজারে এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে কাজলসার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।
জুলাই বিপ্লবের কর্মী ছাত্রদল নেতা আব্দুল মালেকের সঞ্চালনায় ও কাজলসার ইউনিয়নের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রহিম কামালীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, কাজলসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ চেরাগ আলী, লুৎফর রহমান, মাও. আব্দুর রশীদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৪৭ সাল থেকে চৌধুরীবাজারে ইউনিয়ন তপশীল অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছে। পরবর্তীতে সাবেক মন্ত্রী জকিগঞ্জের কৃতিসন্তান মরহুম এম এ হক ও সাবেক চেয়ারম্যান জহুরুল হক খসরুর প্রচেষ্টায় তপশীল অফিসের স্থায়ী কার্যকম চৌধুরী বাজার থেকেই পরিচালিত হয়ে আসছিল। কিন্তু গত কয়েকদিন পূর্বে কাউকে কিছু না জানিয়ে হুট করে বীরশ্রী ইউনিয়নে স্থানান্তর করা হয়েছে। যার কারনে এলাকার মানুষেন কষ্ট হচ্ছে। বক্তারা অনতিবিলম্বে চৌধুরী বাজারে পুনরায় তপশীল অফিস স্থাপনের আহবান জানান।