সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না

জকিগঞ্জের আটগ্রাম লতিফিয়া একাডেমিতে তামাদ্দুনিক মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি ::জকিগঞ্জের আটগ্রাম লতিফিয়া ইসলামিক আইডিয়াল একাডেমীতে বার্ষিক ক্রীড়া সপ্তাহ উপলক্ষে পুরস্কার প্রদান ও তামাদ্দুন মাহফিলে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। সংস্কৃতিমনা মানুষ কখনোই অনৈতিক কার্যকলাপে জড়িত থাকতে পারে না। প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সাথে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে তাদেরকে উজ্জীবিত করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার স্কুলের কনফারেন্স হলে তামাদ্দুনিক মাহফিলে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চব্বিশের জুলাই বিপ্লব নিয়ে দুপক্ষের মধ্যে চমৎকার মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতা সবার নজর কেড়েছে।

স্কুলের অধ্যক্ষ ইয়াহইয়া আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ তানভীর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত তামাদ্দুনিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ।

বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শাকিলা ইয়াসমিন সুন্নাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সুজন উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জবরুল ইসলাম। সাংবাদিক আহমদ হোসাইন আইমান, ময়জুল হক তালুকদার, মাহতাবুর রহমান প্রমুখ।

অনুষ্টানে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা ২০টি ইভেন্টে আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিলেন নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, শিব্বির আহমদ, হারুনুর রশীদ, মৃনাল কান্ত দাস, ইমরান হোসাইন, জাহিদ হাসান, আব্দুল মুকিত, কাওছার হোসাইন, আহমদ আল মায়রুফ প্রমুখ।

নবীনতর পূর্বতন