জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জের গঙ্গাজল বাজারে মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় সড়কের পাশে থাকা বড় একটি গাছের সাথে ড্রাইভার চাপা পড়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে ২ ঘন্টার অভিযান চালিয়ে স্থানীয় একজনের বোল্ডুজার দিয়ে ড্রাইভারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয় ।
জানা যায় গতকাল সোমবার মুন্সীগঞ্জ থেকে শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক (ঢাকা মেট্রো হ ৫২৮১) সিমেন্ট বোঝাই করে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে । মঙ্গলবার সকালে গঙ্গাজল বাজারে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সিমেন্ট ভর্তি ট্রাকটি। এতে গাছের সাথে চাপা পড়েন চালক নজরুল ইসলাম। ড্রাইভার নজরুলের বাড়ি নওগা জেলার পরশুরাম উপজেলায়।