বিশ্বনাথে ৩য় বিএফসি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন একতা স্পোটিং ক্লাব ইলামেরগাঁও


 বিশ্বনাথ প্রতিনিধি:

হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বিশ্বনাথে  প্রবাসীদের অর্থায়নে ও বিএফসি স্পোটিং ক্লাবের উদ্যোগে ও পূর্ব কারিকোন সমাজ কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় ৩য় প্রাইজ মানি এন্ড প্রাইজ মানি ফুটবল টর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পূর্ব কারিকোনা গ্রামের পূর্বের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে জগন্নাথপুর উপজেলার জামালপুর রোড এফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও একতা স্পোটিং ক্লাব। জিতে নেয় ট্রপিসহ নগদ ৩লাখ ১০ হাজার টাকা। রার্নাস আপ জামালপুর রোড এফসি জিতে নেয় ট্রপিসহ নগদ ২লাখ ১০ হাজার টাকা।

খেলা শেষে স্থানীয় মাঠে বিএফসি স্পোটিং ক্লাবেব সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) সুহেল আহমদ চৌধুরী।

উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান (সাবেক) শাহ আলম স্বপন।

বিএফসি স্পোটিং ক্লাবেব সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম কর্নালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (সাবেক) আবারক আলী, দেওকলস ইউনিয়র পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সাবেক) খায়রুল আমিন আজাদ, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সাধারণ সম্পাদক (সাবেক) মুজিব আহমদ মনির, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক, সুহেল আহমদ, শিপন তালুকদার, রুমেল তালুকদার।

এসময় উপস্থিত ক্রীড়ানুরাগী সুরুজ আলী, সিরাজ আলী, মতছির আলী, ঈসমাইল আলী, আব্দুল মতিন, কলমদর আলী, জয়নাল আবেদীন, শাহাদাত আলী, আব্দুল মতিন, বাবুল মিয়া, বিএফসি স্পোটিং ক্লাবের উপদেষ্ঠা তজম্মুল আলী রাজু, আব্দুল আহাদ, নিজাম উদ্দিন, ক্রীড়া সংগঠক দেলোয়ার হোসেন, রাজ্জাক, রাসেল আহমদ, বিএফসি স্পোটিং ক্লাবের সকল সদস্য, পূর্ব কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সকল সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী। খেলায় ধারা বিবরণী করেন মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদ।

বিএফসি স্পোটিং ক্লাবের টুর্নামেন্টে অর্থ দিয়ে সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির, আব্দুল গফ্ফার, মো. শাহজাহান, মো. খলিল, মামুন আহমদ, সেবুল মিয়া, স্বপন শিকদার, আবুল কালাম, আব্দুল কদ্দুছ ইমন, মুহিবুর রহমান, জামাল উদ্দিন, হেলাল উদ্দিন, নোমান আহমদ, শাহ রুকন, মাসুক মিয়া, আব্দুস সালাম, শরিফ উদ্দিন, আবিদ খান উজ্জল, ফজলু মিয়া খলকু, রাসেল আহমদ, আশিক মিয়া, দুলাল মিয়া, শিপন তালুকদার, শাহ সাহেদ, জুয়েল আহমদ, জসিম উদ্দিন, আশরাফ আলী, নাসির আহমদ, রুমেল তালুকদার, আজিজুর রহমান, আজিজুল ইসলাম, আব্দুস সামাদ, ইমন আলী, সাব্বির আহমদ, আব্দুর রহমান, সামির আলী, আনহার আহমদ, মাসুক আলী, মহসিন আহমদ, শিহাব আহমদ, নাহিদ আহমদ, আক্তার হোসেন সাইমন। টুর্নামেন্টে ১ম পুরস্কারের দাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গফ্ফার, আব্দুস সালাম, আজিজুল ইসলাম। ২য় পুরস্কারের দাতা যুক্তরাজ্য প্রবাসী হেলাল উদ্দিন, নাহিদ আহমদ। ম্যাচ অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারের দাতা জুয়েল আহমদ। উদ্বোধনী খেলায় পুরস্কারের দাতা কানাডা প্রবাসী মো. খলিল ও যুক্তরাজ্য প্রবাসী আবিদ খান উজ্জল। টুর্নামেন্টে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারের দাতা এম এস হাউজিংয়ের পক্ষে যুক্তরাজ্য প্রবাসী মাসুক মিয়া, আশিক মিয়া।

নবীনতর পূর্বতন