সুরমা-কুশিয়ারার বেড়িবাঁধ নির্মাণে বিএসএফের বাধার প্রতিবাদে জকিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় সুরমা-কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণকাজে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধা প্রদান করায় এর প্রতিবাদে সিলেটে সচেতন জকিগঞ্জবাসীর উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় সিলেটের সীমান্তিক কমপ্লেক্স ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জকিগঞ্জের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল একটি শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ। সরকারের পক্ষ থেকে ‘ডাইক প্রকল্প’ হাতে নেওয়া হলেও বিএসএফের বাধার কারণে কাজ বন্ধ রয়েছে।

বক্তারা আরও বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যার পর পানি উন্নয়ন বোর্ড ‘ফ্রি আপ’ প্রকল্প গ্রহণ করলেও ভারতীয় বিএসএফের বাধায় তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে চলতি বছর বন্যার ঝুঁকিতে রয়েছে জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভা। দ্রুত দুই দেশের যৌথ উদ্যোগে কাজ শুরু না হলে পুরো সিলেট জেলা ব্যাপক বন্যার কবলে পড়বে। কাজের অগ্রগতি না হলে স্থানীয়রা মানববন্ধন, মিছিল-মিটিংসহ কঠোর আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও কবি অধ্যক্ষ কালাম আজাদ। সিলেটস্থ সচেতন জকিগঞ্জবাসীর সমন্বয়ক মাজহারুল ইসলাম জয়নাল ও মো. হাবিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন একাত্তর টেলিভিশনের সিলেট রিপোর্টার হোসাইন আহমদ সুজাদ। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি সারোয়ার হোসেন, সিলেট জেলা বিএনপি নেতা শরীফ আহমদ লস্কর, সিলেট ল কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপি নেতা আখতার হোসেন রাজু, সিলেট মডেল উইমেন্স কলেজের অধ্যক্ষ আবদুল ওযদুদ তাপাদার, অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, কবি সিদ্দিক আহমদ, জাতীয় পার্টি নেতা মরতুজা আহমদ চৌধুরী, মাস্টার জামাল আহমদ লস্কর, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সভাপতি শাহিদুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী হাবিবুর রহমান মাসরুর, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান ও মাওলানা শফিকুর রহমান সহ জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন ও পৌরসভা, কসকনকপুর, বারঠাকুরী, সুলতানপুর, মানিকপুর ইউনিয়নের শতাধিক গ্রাম নদীভাঙনের শিকার। সড়ক, ফসলি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ‘ফ্রি আপ’ প্রকল্পের আওতায় সুরমা নদীর ৮০ কিলোমিটারের মধ্যে ২৫ কিলোমিটার ভারতীয় সীমান্তরেখার মধ্যে পড়েছে । বিএসএফ একাধিক স্থানে বাধা প্রদান করায় কাজ বন্ধ রয়েছে ।

প্রতিবছর বন্যার কবলে পড়ে সিলেটের  সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার জনগণ চরম দুর্ভোগের শিকার হন। বর্ষার আগেই বাঁধ নির্মাণকাজ সম্পন্ন না হলে এবছরও ব্যাপক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

নবীনতর পূর্বতন