ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর ইন্তেকাল : জানাযা রাত ১০ টায়

জকিগঞ্জ প্রতিনিধি  ::
 
হাজার হাজার এতিমের অভিভাবক, উস্তাদুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী দেওয়ান ছরওত হাবিবুন নেছা (৭০) মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আজ রাত ১০ টার সময় ফুলতলী ছাহেব বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী এই মহীয়সী নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

তাঁর ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। ফুলতলীর এতিমখানার বাচ্চাদের তিনি অকৃত্রিম স্নেহ করতেন। এতিমখানার বাচ্চারা তাঁকে মা হিসাবে জানতো।
নবীনতর পূর্বতন