জকিগঞ্জে দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি  :: 
জকিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর ব্যবস্থাপনায় নির্বাচিত ৭ জন অসহায় নারীর মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১ টার সময় জকিগঞ্জ পৌরশহরে এসডিএস কার্যালয়ে গাভী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিএসের সভাপতি অপূর্ব পাল। সংগঠক ময়নুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএসের সহ-সভাপতি শুভ্র কান্তি দাস চন্দন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ। 

উপস্থিত ছিলেন স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান, সাংবাদিক সাইফুর রহমান সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনে উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন। সরকার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের কাজ করছে। প্রতিষ্ঠানটি ২০০৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত সহস্রাধিক (১০৯৫) সহযোগী সংস্থার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, প্রতিবন্ধী উন্নয়ন ও পুর্নবাসন, নারীর ক্ষমতায়ন,যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে ভূমিকা রাখছে। জকিগঞ্জে বিএনএফের সহায়তায় এসডিএসের কার্যক্রম প্রশংসনীয়। 

অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের সদরপুর, তেলিকান্দি ও মুলিকান্দি গ্রামের ৭ জন উপকারভোগী নারীদের মধ্যে বিনামূল্যে এসব গাভী বিতরণ করা হয়। উপকারভোগীরা গাভী পেয়ে খুশি প্রকাশ করেছেন।
নবীনতর পূর্বতন