ফরচুন বরিশাল বনাম চিটাগং কিংস: সরাসরি বাংলা ধারাভাষ্য

Fortune Barishal vs Chittagong Kings

Bangladesh Premier League 42nd Match


আপডেট :প্রথম ইনিংস: চিটাগং কিংস ব্যাটিং

🏏 ১৫ ওভার শেষে: চিটাগং কিংস – ১৪৬/৩

🔴 ২১ বলে ২৬ রান করে সাজঘরে গ্রাহাম ক্লার্ক

পারভেজ হোসেন ইমন 🛑 আউট!
৪১ বলের মধ্যে ৭৫ রান করা ইমন, ইবাদত হোসেন এর বলে ক্যাচ আউট হলেন।

১০ ওভার শেষে:
চিটাগং কিংস – ৯৯/১

🏏 ১৯ বলে ২২ করে ফিরে গেলেন খাওয়াজা নাফায়

পাওয়ার প্লের পর (৬ ওভার শেষে):
চিটাগং কিংস – ৫৫/০

চিটাগাং কিংসের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে ফরচুন বরিশাল।

ফরচুন বরিশালের একাদশ 

১. ইবাদত হোসেন
২. রিশাদ হোসাইন
৩. দাওইদ মালান
৪. মাহমুদুল্লাহ রিয়াদ
৫. তাওহীদ হৃদয়
৬. মুশফিকুর রহিম
৭. ইমরান জুনিয়র
৮. মোহাম্মদ নারী
৯. তামিম ইকবাল (অধিনায়ক)
১০. তাইজুল ইসলাম
১১. জেমস ফুলার

চিটাগং কিংস একাদশ

১. খাওয়াজা নাফায়
২. পারভেজ হোসেন ইমন
৩. গ্রাহাম ক্লার্ক
৪. মোহাম্মদ মিথুন (অধিনায়ক)
৫. হায়দার আলি
৬. শামিম হোসেন
৭. খালেদ আহমেদ
৮. শরিফুল ইসলাম
৯. আলিস আল ইসলাম
১০. আরাফাত সানি
১১. বিনুরা ফার্নান্ডো

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন