শনিবার জকিগঞ্জে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


আগামীকাল (৪ জানুয়ারি) শনিবার, জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জকিগঞ্জ পৌরসভার ২২টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলমান শীত মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো: খলাছড়া, সাখরপুর, বসনপুর, চিরপাল, নরসিংহপুর, বারঘরি, হাইদ্রাবন্দ, আলমনগর, পীরেরচক, আনন্দপুর পশ্চিম, গৌপিরচক, গন্ধদত্ত, পূর্ব-আনন্দপুর, নোয়াগ্রাম, মাচাইরচক, খালপাড়, সদরপুর, কান্দিরপাড়, কেছরী, বিলেরবন্দ, ছয়লেন এবং পঙ্গবট।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -১ জকিগঞ্জ জোনাল অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও কাজ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং উপভোগকারীদের এ সময় বিদ্যুৎ সংক্রান্ত জরুরি কাজগুলো আগেভাগে সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন