বিপিএল ২০২৫-এর উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ৮ রানের ব্যবধানে খুলনা টাইগার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। জয়ের নায়ক হিসেবে জ্বলজ্বল করেছেন জাকির হাসান।
সিলেটের ইনিংসের শুরুটা ছিল হতাশাজনক। দলীয় ১৫ রানের মাথায় হারায় দুই উইকেট। তবে দলকে বিপদমুক্ত করেন ওপেনার রনি তালুকদার ও জাকির হাসান। তাদের ১০৬ রানের জুটি সিলেটকে শক্ত ভিত্তি দেয়। রনি ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন। তবে জাকির শেষ পর্যন্ত ক্রিজে থেকে মাত্র ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার।
অ্যারন জোন্সের ৬ বলে ৩ ছক্কায় ২০ রানের ঝোড়ো ইনিংস এবং আরিফুল ইসলামের অপরাজিত ১৩ বলে ২১ রানের ক্যামিওতে সিলেট পৌঁছে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোরে।
বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ব্যর্থ হন খুলনার দুই ওপেনার। নাইম শেখ করেন ৯ বলে ১১ রান, আর ইমরুল কায়েস ফেরেন মাত্র ২ রানে। আফগান ব্যাটার দারউইশ রাসুলি ১৫ রান করে ফিরে গেলে চাপ বাড়ে খুলনার ওপর।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৪ বলে ১৫ রান করলেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। তবে মোহাম্মদ নওয়াজের ১৮ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ জমে ওঠে। অপরপ্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন করেন ১৬ বলে ২৮ রান।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। প্রথম তিন বলের নাটকীয়তায় রনি দুটি চার মেরে আশা দেখালেও রুয়েল মিয়ার তৃতীয় বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন। বাকি দুই বলে ১০ রান প্রয়োজন হলেও নাসুম আহমেদ ও অঙ্কন আর ব্যবধান মেটাতে পারেননি।
জয়ের নায়ক জাকির হাসান এবারের বিপিএলে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ২২৬ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন। তার তিনটি ফিফটি ইতোমধ্যেই সিলেটকে দারুণ শক্তি জুগিয়েছে।
টানা তিনটি হারের পর সিলেট স্ট্রাইকার্স দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এই জয়ে তারা পয়েন্ট টেবিলেও নিজেদের অবস্থান আরও মজবুত করেছে।
ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলো দর্শকদের শ্বাসরুদ্ধকর করে তুলেছিল। সিলেটের বোলার রুয়েল মিয়ার শেষ ওভারের অসাধারণ বোলিং ও জাকির হাসানের ধারাবাহিক পারফরম্যান্স ভক্তদের মুগ্ধ করেছে।
বিষয়
২০২৫ বিপিএল
খেলাধুলা
Bangladesh Premier League
Khulna Tigers
Khulna Tigers Vs Sylhet Strikers
Sylhet Strikers