জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে গঠিত উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, আজ থেকে ভোটার হালনাগাদের অংশ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে। ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন হালনাগাদ থেকে বাদ না যায় সেদিকে যথেষ্ট গুরুত্ব রাখতে হবে। ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে, যেন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয় লক্ষ্য রাখতে হবে। এবং উপস্থিত সকলকে তথ্য সংগ্রহে সহযোগিতা করার পরামর্শ দেন।
তারা আরো বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিং করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্নব দত্ত, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না, বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দার, জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন, সাংবাদিক কেএম মামুন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম আবুল ফজল, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সহ-সভাপতি এইচ এম কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দিজেন্দ্র ভট্টাচার্য মিঠুন, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল প্রমুখ।