ছবি: সংগ্রহকৃত |
চট্টগ্রাম পর্বে অসাধারণ ফর্মে থাকা ফরচুন বরিশাল নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে, বিপিএলের জমজমাট লড়াইয়ে টানা তিনটি ম্যাচ জয় লাভ করে। গতকাল সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৭ রানে হারিয়ে পর্বটি শেষ করেছে তারা। খুলনার ওপেনার নাইম শেখ ৫৯ বলে ৭৭ রানের চমৎকার ইনিংস খেললেও দলের হার ঠেকাতে পারেননি।
খুলনার বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ফরচুন বরিশাল শুরুতেই চাপে পড়ে। ১৬ রানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারানোর পর দলকে লিডে নিয়ে আসেন তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন। তাওহীদ হৃদয় ৩০ বলে ৩৪ রান করে দলের পরিস্থিতি সামলে দেন, এরপর মাহমুদউল্লাহ রিয়াদ ৪৫ বলে ৫০ রান করে দায়িত্বশীল ব্যাটিং করেন, তার ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা।
স্কোর দ্রুত বাড়াতে ঝড় তোলেন তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন, মাত্র ১৯ বলে ৩৯ রান করে দলকে চ্যালেঞ্জিং ১৬৭ রানে পৌঁছে দেন। ২০ ওভার শেষে ফরচুন বরিশাল ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৭ রান।
১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা টাইগার্স ভাল শুরু পেলেও প্রয়োজনীয় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হয়। ওপেনার নাইম শেখ একপ্রান্তে ধরে রেখে ৫৯ বলে ৭৭ রানের সংগ্রামী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬টি ছক্কা এবং ৪টি চারের মার। তবে শেষ ওভারে প্রয়োজনীয় রান তুলতে না পারায় খুলনা জয় থেকে অনেক দূরে থাকে। মেহেদী মিরাজ ২৯ বলে ৩৩ রান এবং আফিফ হোসেন ১৭ বলে ২৭ রান যোগ করলেও তা যথেষ্ট ছিল না।
ফরচুন বরিশালের জাহান্দাদ দুর্দান্ত বোলিং করে খুলনার ব্যাটিং লাইনআপে চাপ সৃষ্টি করেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে তিনি ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। বাকি বোলাররা সঠিক লাইন ও লেংথে বল করে পুরো ইনিংসেই খুলনাকে লক্ষ্য থেকে অনেক দূরে রেখে দেন।
চট্টগ্রাম পর্বে টানা তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফরচুন বরিশাল। দলের ব্যাটিং এবং বোলিং বিভাগে ভাল সমন্বয় দেখা গেছে, বিশেষ করে তরুণদের পারফরম্যান্স বরিশালের জন্য বড় প্রাপ্তি।