জকিগঞ্জ প্রতিনিধি :: 'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এ শ্লোগানকে সামনে রেখে জকিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা কমপ্লেক্স ঘুরে ওয়াকাথন কর্মসূচীর পালন করা হয়। তাছাড়া জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাসের সভাপতিত্বে ওয়াকাথন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম মাহমুদ হাসান রিপন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, স্বেচ্ছাসেবী সংস্থা এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব মো. ময়নুল হক, ষাইটশৌলা সমাজকল্যাণ সংস্থ্যার পরিচালক ইসলাম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি প্রমুখ।